Mukta Udayan Dental-এ আমার রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়েছি। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু চিকিৎসক এবং সাপোর্ট স্টাফদের আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাই। পুরো প্রক্রিয়াটা ব্যথাহীন ছিল, এবং ফলাফল দারুণ! আমি তাদের সেবা ও ব্যবহারে মুগ্ধ। সবাইকে Mukta Udayan Dental-এ আসার পরামর্শ দিচ্ছি।
সাবরিনা রহমান